রাস্তায় ফুটফুটে কন্যা সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর

সন্তান জন্ম দেওয়া নারী ও নবজাতক
সন্তান জন্ম দেওয়া নারী ও নবজাতক   © টিডিসি

খুলনার পাইকগাছার রাস্তায় এক ভারসাম্যহীন মানসিক প্রতিবন্ধী নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে পাইকগাছা মেইন রোডে হিরো শোরুমের বিপরীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই প্রতিবন্ধী নারী দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। মেইন রোডের এক দোকানের সামনে প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন এবং সন্তানের জন্ম দেন। পরে আশপাশের দোকানদার ও স্থানীয়দের সহযোগিতায় মা ও নবজাতককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা রেহানা পারভীন বলেন, গত কিছুদিন ধরে পেটে সন্তানসহ ওই নারীকে আশপাশে ঘুরতে দেখা গেছে। দোকান থেকে খাবার চেয়ে খেত। আজ সবার সহায়তায় নিরাপদে সন্তান জন্ম দিয়েছে জেনে ভাল লাগছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, সকালে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসবের পর হাসপাতালে ভর্তি হন। আমি নিজে গিয়ে তাদের খোঁজ নিয়েছি। মা ও শিশু দুজনেই সুস্থ ও নিরাপদে আছেন।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে খোঁজ নিয়েছি। ইউএনও মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি তা সম্ভব না হয়, তাহলে সরকারিভাবে তার দেখভালের জন্য সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, নবজাতকটির ওজন ২ দশমিক ১ কেজি বলে জানা গেছে। বর্তমানে মা ও মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে রয়েছেন।


সর্বশেষ সংবাদ