নবজাতক সন্তানকে শ্বাসরোধে হত্যা, কারাগারে মা-নানি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জন্ম নেওয়া এক নবজাতক সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে  মা ফাতেমা আক্তার (২০) ও নানি গোলাপি বেগমকে (৪৮) কারাগারে পাঠিয়েছে আদালত।শনিবার (৩১ মে)  জিজ্ঞাসাবাদ শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ মে গাইবান্ধার একটি বেসরকারি ক্লিনিকে পুত্র সন্তানের জন্ম দেন ফাতেমা আক্তার। পরে সামাজিক লোকলজ্জা ও বিষয়টি গোপন করতে ওই নবজাতককে শ্বাসরোধে হত্যা করে এবং স্থানীয় বালিয়াগাড়ী বিলে ফেলে দেন। এতে সহযোগিতা করেন তার মা গোলাপি বেগম এবং বাবা মনজুর আলী। 

পরে স্থানীয়রা নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আসমতপুর গ্রামের শফিকুল মণ্ডলের ছেলে ইয়াসিন মণ্ডল বাদী হয়ে ফাতেমা, তার মা এবং বাবাসহ তিনজনকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ফাতেমা এবং গোলাপিকে আদালতে তুললে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

এ বিষয়ে পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী বলেন, নবজাতক হত্যার ঘটনায় শনিবার মা -মেয়েকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ