চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকা কলেজে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ
ঢাকা কলেজে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ   © টিডিসি

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতাকর্মী কর্তৃক ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে পাথর মেরে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের (এইচএসসি) শিক্ষার্থীরা। 

রবিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। এরপর মিছিলটি সাইন্সে ল্যাব মোড় প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীরা বিএনপি ও যুবদলের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বলেন, চাঁদার দাবিতে পাথর নিক্ষেপে হত্যায় জুলাই রক্তাক্ত হয়েছে। এমন চলতে থাকলে ছাত্রসমাজ আবার জুলাই যুদ্ধ শুরু করবে। গত কয়েক মাস থেকে দেশে চাঁদাবাজি, ধর্ষণের মতো কর্মকান্ড চলছে। এর মাধ্যমে গণঅভ্যুত্থান কলঙ্কিত করছে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পুলিশ প্রশাসন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ভূমিকা নেয় না। দেশে বিচারহীনতার সংষ্কৃতি চলমান রয়েছে। 

এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী মুহিম বলেন, আমাদের যে প্রত্যাশা ছিল এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে বিপ্লব ও রক্ত দিয়েছি সেই উদ্দেশ্য এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলে চাঁদাবাজ রয়েছে। আমাদের অবস্থান কোন দলের বিরুদ্ধে না। আমাদের অবস্থান দেশ বিরোধী সকল অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, আমাদের অবস্থান যারা জুলাইকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশে কোন দেশ বিরোধীদের অবস্থান করতে দেওয়া হবে না। ছাত্রসমাজ সকল অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং থাকবে। কেউ আমাদের রক্তচক্ষু দেখিয়ে দাবিয়ে রাখতে পারেনি ভবিষ্যতেও পারবে না।


সর্বশেষ সংবাদ