শীতার্তদের মাঝে বিজিবি শীতবস্ত্র বিতরণ © সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) উদ্যোগে উপজেলার ফতেপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক ও রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলনীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা বদ্ধপরিকর। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সেই মানবিক দায়িত্ব পালনেরই অংশ। এ ধরণের কার্যক্রম বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।