বিজিবির দুই অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

উদ্ধারকৃত মোবাইল ও অস্ত্রের একাংশ
উদ্ধারকৃত মোবাইল ও অস্ত্রের একাংশ  © সংগৃহীত ও সম্পাদিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল এবং বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এই দুই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ সীমান্তে কিরনগঞ্জ এলাকায় ভারত থেকে পাচারকৃত বিভিন্ন মডেলের ২৯টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে ৫৯ বিজিবি। তবে অভিযানের সময় অন্ধকার ও ঘন কুয়াশার কারণে কাউকে আটক করতে পারেনি বাহিনীটি। উদ্ধারকৃত মোবাইল ফোন প্রচলিত নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

এদিকে একই উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এ সময় বিজিবি সন্দেহভাজন একজনকে তাড়া করলেও তাকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি সূত্র জানায়, অভিযান চলাকালে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তিনি উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। বিজিবি তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর ৫৩ বিজিবি পৃথক একটি বিশেষ অভিযানে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!