চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে তিন উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। ওভারটেকিংয়ের সময় মোটরসাইকেল দুর্ঘটনা, রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপা এবং ভটভটির ধাক্কায় প্রাণহানির এসব ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলী ছেলে আশিক আলী (২৫) ও বড়গাছি বাজার পাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, বেলা আড়াইটার দিকে তেঁতুলতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিলেন মোটরসাইকেলচালক আশিক ও আবুল। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশিক ও আবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি হঠাৎ হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়।

অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এ সময় ধানবোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসব দুর্ঘটনায় তিন থানায় পৃথক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence