ঘন কুয়াশায় ৪ স্থানে সড়ক দুর্ঘটনা, হতাহত ২৭

০২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ PM
ঘন কুয়াশার কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা

ঘন কুয়াশার কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

হাড়কাঁপানো শীত আর আর ঘন কুয়াশায় বিপর্যস্ত রাজধানীসহ সারাদেশ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে দেশের ৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পাঁচ দিনের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘন কুয়াশার প্রভাব পড়ছে বিমান থেকে শুরু করে সড়ক ও নৌ-যোগাযোগেও। দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে। 

এসব ঘটনায় ২ জন নিহত ও প্রায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুইটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে, যার মধ্যে ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। 

ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় তিনটি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত ১০ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়ের পৃথক তিনটি স্থানে বাস, ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন : জানুয়ারিজুড়ে শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৭টার দিকে শ্রীনগরের বেজগাঁও এলাকায়। দ্রুতগতির ‘গোল্ডেন লাইন’ ও ‘সাদ আব্দুল্লাহ’ পরিবহনের দুটি বাসের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এরপর কুয়াশার তীব্রতা বাড়লে গভীর রাত ১টার দিকে লৌহজংয়ের মেদেনিমন্ডল এলাকায় বাস, ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীনগরের ছনবাড়ী এলাকায়। সেখানে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পৃথক এই তিনটি ঘটনায় আহতদের সংখ্যা ২০ ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোররাতে গাইবান্ধার উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান জানান, ঘন কুয়াশা ও বাসের উচ্চ গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, হাড়-কাঁপানো শীত আর ঘন কুয়াশায় চারপাশের কিছুই দেখা যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় তিনটি ফেরি। হাড়-কাঁপানো শীতে দুর্ভোগে নারী-শিশুসহ, যানবাহনের শ্রমিক, যাত্রী ও ব্যবসায়ীরা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের মাঝ নদীতে আটকা পড়েছে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নাম ২টি ফেরি। আরিচা-কাজীরহাট নৌ-রুটে মাঝ নদীতে আটকা পড়েছে চিত্রা নামের একটি ফেরি।

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। শুক্রবার ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।  তিনি জানান, কুয়াশার কারণে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে ৯টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রোববার (৪ জানুয়ারি) থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।  সোমবার (৫ জানুয়ারি) ও মঙ্গলবার (৬ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে ।

‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!