ময়মনসিংহে শিকলবাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাঁ পায়ে শিকলবাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের রাসুল জামে মসজিদের পাশে, জনৈক তারিকুলের দোকানের সামনে অজ্ঞাত ওই ব্যক্তি শিকলবন্দি অবস্থায় ও কম্বল গায়ে পরিহিত অবস্থায় পড়ে ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরে ডাকাডাকি করেও তিনি সাড়া না দিলে স্থানীয়রা মৃতাবস্থায় তাকে পান। ধারণা করা হচ্ছে, তিনি রাতের কোনো এক সময়ে মারা গেছেন। এলাকাবাসী জানান, মৃত ব্যক্তি রায়ের বাজার, খালবলা ও নান্দাইলের বিভিন্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতেন। তিনি সাধারণত বাঁ পায়ে শিকল বাঁধতেন এবং লম্বা শিকলটি হাতে ও কাঁধে ঝুলিয়ে রাখতেন।

নান্দাইল থানার উপপরিদর্শক দেবলার সরকার জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক বিভাগের সহায়তা নেওয়া হবে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 


সর্বশেষ সংবাদ