সাতজন রোভার ও গার্ল-ইন-রোভার। © টিডিসি ফটো
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পি.আর.এস.) অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ও কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপের সাতজন রোভার ও গার্ল-ইন-রোভার।
আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের এই পরিভ্রমণের যাত্রা শুরু হয়। পাঁচদিনব্যাপী এই পদযাত্রা শেষ হবে আগামী ৩১ অক্টোবর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে।
এই অভিযাত্রায় অংশ নিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই গার্ল-ইন-রোভার — মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফারিহা ও সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শামিমা আক্তার। তাদের সঙ্গে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরও দুই গার্ল-ইন-রোভার যুক্ত হয়েছেন। এছাড়া একই কলেজের তিন রোভার — মো. সজল হাওলাদার, প্রভাষ হালদার ও হানজালা মোল্লাও অংশ নিচ্ছেন এই পদযাত্রায়।
যাত্রাপথে তারা উজিরপুর, বরিশাল, বরগুনা-আমতলী ও পটুয়াখালী হয়ে পায়রায় পৌঁছাবেন। পরিভ্রমণকালে তারা বিভিন্ন এলাকায় সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন, যেমন মেয়েদের টিটি টিকা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রচার। পাশাপাশি তারা বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক, কৃষি, সংস্কৃতি ও আর্থ–সামাজিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।
গার্ল-ইন-রোভার ফারিহা বলেন, ‘পরিভ্রমণ এমন এক পদযাত্রা যা আমাদের লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে যাওয়ার মানসিক শক্তি জোগায়। সামাজিক সচেতনতা বাড়িয়ে সুন্দর সমাজ গড়তে আমরা সবাই কাজ করতে চাই।’
পরিভ্রমণ শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর ড. মো. এনায়েত বারী, গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো.জুবাইর আল মাহমুদ,সহযোগী অধ্যাপক তুষার সেন, প্রভাষক সমেন মজুমদার, পলি খানম, প্রিন্স আহমেদ, তোফায়েল আহমেদসহ গোবিপ্রবি ও কোটালীপাড়া কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
অধ্যক্ষ ড. এনায়েত বারী বলেন, ‘রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘পি.আর.এস’ অর্জনের পথে পরিভ্রমণ ব্যাজ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরিভ্রমণ শিক্ষার্থীদের আত্মনির্ভর, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।‘