পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন গোপালগঞ্জের চার রোভার

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন গোপালগঞ্জের চার রোভার
হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন গোপালগঞ্জের চার রোভার  © টিডিসি ফটো

গোপালগঞ্জ সদর উপজেলার গেট থেকে সকালে নড়াইল-যশোর হয়ে খুলনার উদ্দেশ্য পায়ে হেঁটে রওনা দিয়েছেন রোভার স্কাউটসের চার সদস্য। রোভার আশরাফুল আলম নাজিম, রোভার নয়ন খান, রোভার মো.আবু তালহা ও রোভার এস.এম.ইমতিয়াজ বিন মাহবুব নিশান। খুলনা পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে ১৫০ কিলোমিটার সড়ক পথ।

আজ ৫ অক্টোবর (রবিবার) সকালে তাদের যাত্রা শুরু হয়। তাদের এ পরিভ্রমণ ৯ অক্টোবর (বৃহস্পতিবার) খুলনার বিএম কলেজে গিয়ে শেষ হবে। এ সময় জেলা পরিষদের কাশিয়ানী ডাকবাংলো, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রী কলেজে যাত্রাবিরতি ও রাত্রিযাপন করবেন তারা।

জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগানকে সামনে রেখে এ পরিভ্রমণ করেছেন গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আশরাফুল আলম নাজিম, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নয়ন খান, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপের রোভার মেট মো.আবু তালহা, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপের সদস্য এস.এম.ইমতিয়াজ বিন মাহবুব নিশান।

চলতি পথে তারা বিদ্যুৎ অপচয় রোধ, দুর্নীতির বিরুদ্ধে, তথ্য প্রযুক্তি সম্পর্কে, সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও স্কাউট আন্দোলন সম্পর্কে, বাল্যবিবাহ বন্ধে, প্লাস্টিক বর্জন এবং পলিথিনের বিকল্প ব্যবহারের প্রচারণা চালাবেন।

গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট আশরাফুল আলম নাজিম বলেন, 'এই পরিভ্রমণের উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের ইতিবাচক প্রভাব তুলে ধরা। এটি আমাদের জীবনে একটি মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে।'

গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো. জুবাইর আল মাহমুদ বলেন, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে রোভার স্কাউট প্রোগ্রামের পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়।বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের আওতাধীন ট্রুপ গিলওয়েল গ্রুপের তিনজন ও গোপালগঞ্জ সরকারি কলেজের একজনসহ মোট চারজন রোভার সদস্য আজ থেকে তাদের পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছেন। গোপালগঞ্জ জেলা তাদের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এই পরিভ্রমণ কর্মসূচি রোভারদের জন্য একটি চ্যালেঞ্জিং এবং গৌরবময় পদক্ষেপ। পরিভ্রমণ সফলভাবে সম্পন্নের মাধ্যমে তারা প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) ব্যাজ অর্জনের আরও এক ধাপ কাছে পৌঁছাবে।

আরও পড়ুন : এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে: শিক্ষা উপদেষ্টা

তারা যেন সুস্থভাবে, দৃঢ় মনোবল নিয়ে পরিভ্রমণ শেষ করে নিজ নিজ ইউনিটে নতুন উদ্যমে কাজ করতে পারে, তাদের জন্য অগ্রিম অভিনন্দন ও শুভকামনা।

এ পরিভ্রমণের প্রাক্কালে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা রোভার কমিশনার এ.এল.টি প্রফেসর মো. মাসুদ আহমেদ, গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সুকলাল বিশ্বাস, জেলা রোভার সহকারী কমিশনার (মেম্বারশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন) হৃদয় কুমারশীল এবং জেলা রোভার মিডিয়া টিমের সদস্য সচিব ও জেলা রোভার যুগ্ম সম্পাদক রাজু শিকদার (উডব্যাজার)।

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটারের এই যাত্রাকে স্কাউটিংয়ে ‘র‍্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ বলা হয়। এই কার্যক্রমের প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই অ্যাওয়ার্ড (পিআরএস) পেতে সেবা স্তরের রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়।


সর্বশেষ সংবাদ