স্কাউটে বরিশাল অঞ্চলে ভোলার প্রথম ডিআরসি হলেন মনিরুল ইসলাম

স্কাউটে বরিশাল অঞ্চলে ভোলা থেকে প্রথম ডিআরসি নির্বাচিত মো. মনিরুল ইসলাম
স্কাউটে বরিশাল অঞ্চলে ভোলা থেকে প্রথম ডিআরসি নির্বাচিত মো. মনিরুল ইসলাম  © টিডিসি ফটো

স্কাউটে বরিশাল অঞ্চলে ভোলা জেলা থেকে প্রথম ডিআরসি নির্বাচিত হলেন মো. মনিরুল ইসলাম। বরিশাল আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে শনিবার (৩১ মে) ২৯তম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপে এ দায়িত্ব অর্পন করা হয়। বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার নির্বাচিত হন দেবাশীষ হালদার। তিনি নির্বাচিত হওয়া মনিরুল ইসলামসহ ১১জন উপ কমিশনারকে স্কার্ফ পরিয়ে বরণ করে নেন। 

ইতোপূর্বে দেবাশীষ হালদারকে স্কার্ফ পরিয়ে দেন বরিশাল অঞ্চলের বর্ষিয়ান স্কাউটের পথিকৃৎ আব্দুস সাত্তার এলটি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ইকবাল হোসেন, উপ-পরিচালক ইকবাল হাসানসহ বিভিন্ন জেলার স্কাউট নেতারা।

মনিরুল ইসলাম কোর্স বা ক্যাম্প পরিচালনা দক্ষতা, উন্নয়মূলক কাজে অংশগ্রহণ, প্রকল্প কার্যক্রমে দক্ষতা, ওরিয়েন্টেশন, বেসিক, এডভান্স, স্কিল, উড ব্যাজ, সিএএলটি কোর্সে অংশহগ্রহণ, কন্টেন্ট ও প্রজেক্টটর ব্যবহারে দক্ষতা অর্জন করে ২০২৪ সালে ভোলা জেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন। যোগ্যতা ও দক্ষতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ তাকে জেলায় শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক নির্বাচিত করা হয়। এর আগেও তিনি জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।

জানা গেছে, মনিরুল ইসলাম ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টশন ও বেসিক কোর্সের মধ্য দিয়ে ভোলা জেলা স্কাউটের সঙ্গে যুক্ত হন। এরপর তিনি এডভান্স, স্কিল কোর্স করে উডব্যাজার এবং পরবর্তিতে এএলটি মনোনিত হন। যোগ্যতার পরিচয় দিয়ে কর্মদক্ষতার মাধ্যমে সকলের নজরে চলে আসেন তিনি। নিয়মিত আবদুর রব স্কুল অ্যান্ড কলেজে স্কাউট দলের ট্রুপ মিটিং, ব্যাজ কোর্স, তাবুবাশ, ডে ক্যাম্প, ক্যাম্পুরি, জাম্বুরিতে দল প্রেরণসহ জেলা ও উপজেলার সমাবেশ কার্যক্রম পরিচালনা করেন। 

মেধা, মনশীলতা প্রয়োগ করে স্কাউটিংকে জাগ্রত করার জন্য চেষ্টা চালিয়ে যান। যার ফলে তাকে জেলা স্কাউট লিডার হিসেবে দায়িত্বে মনোনিত করা হয়। তিনি পরপর দুইবার জেলা স্কাউট লিডার হিসেবে যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। জেলা স্কাউটস এর শাপলা কাপ এ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট এ্যাওয়ার্ডসহ সকল কার্যক্রম নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন। 

তিনি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে দল খোলা, শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়, আনাস বিন রা. ইসলামী কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল খোলার ব্যাপারে নিরলসভাবে কাজ করছেন। তিনি জেলা স্কাউটস এর সকল কার্যক্রম জেলা ব্যাপী ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউটস শিক্ষকদের সমন্বয়ে পরিশ্রম করে যাচ্ছেন। তার এ কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার হিসেবে ভোলায় প্রথম নিয়োগ দেয়া হয়। এ ছাড়া তিনি জেলায় দ্বিতীয় এবং সদর উপজেলায় প্রথম স্কাউট শাখায় এএলটি নিয়োগ হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী স্বপদে ফিরছেন আজ

মনিরুল ইসলাম স্কাউটে বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক আজাদ জাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা।

মনিরুল ইসলাম করোনাকালীন দুর্যোগে স্কাউটস এর পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধি, হাত ধোয়া কর্মসূচী, টিকাদান কর্মসূচী কার্যক্রম পরিচালনা করে ব্যাপক সুনাম অর্জন করেন। এছাড়াও তিনি বর্তমানে দি বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা) এর মানবতার দুয়ারের মাধ্যমে মানবিকতা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর মাধ্যমে প্রতি শুক্রবার সমাজের অসহায়, গরীব দুঃখী মানুষরা পবিত্র কুরআন শিক্ষার পাশাপাশি খাদ্য, বস্ত্র, ওষুধ সহায়তা পেয়ে থাকেন। যার এই কার্যক্রমে জেলা প্রশাসন, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ এগিয়ে এসে মানবতার দুয়ারের পাশে দাঁড়িয়েছেন।

মো. মনিরুল ইসলাম ভোলা আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, বিয়ে বাজার’র স্বত্বাধিকারী, দি বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা) এর প্রধান নির্বাহী পরিচালক, ভোলা প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি, সুশাসনের জন্য নাগরিক সজন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে কাজ করে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence