ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন

সৈয়দ রাকিন আহমেদ
সৈয়দ রাকিন আহমেদ  © সংগৃহীত

ফোর্বসের '৩০ অনূর্ধ্ব ৩০' ইউএস ২০২৬ এর তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমডি-পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি সৈয়দ রাকিন আহমেদ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্বজুড়ে তরুণ উদ্ভাবক ও ব্যবসায়ীদের অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম ‘ফোর্বস’ তাদের ১৫তম বার্ষিক এই তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০০ তরুণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ক্যানসার নির্ণয় ও এর সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বের করতে আর্টিফিয়াল ইন্টিলিজেন্স (এআই) মডেল তৈরির জন্য গবেষণা চালাচ্ছেন সৈয়দ রাকিন আহমেদ। ২০২৪ সালের মে মাসে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে বায়োফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন রাকিন। বর্তমানে তিনি ডার্টমাউথে শেষবর্ষে পড়াশোনা করছেন।

'পি-২-পি' নামে বিশেষ ধরণের এম.ডি–পিএইচ.ডি প্রোগ্রামের শিক্ষার্থী তিনি। হার্ভার্ড, এমআইটি ও ডার্টমাউথ—তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে যুক্ত করে এই বিশেষ ধরণের শিক্ষা কাঠামো কেবলমাত্র রাকিন আহমেদের জন্য তৈরি করা হয়েছে।

'ক্যানসার চিকিৎসায় এআই মডেল তৈরি' শিরোনামে তার গবেষণায় একইসঙ্গে কম্পিউটার বিজ্ঞান, জৈবপদার্থবিদ্যা, প্রকৌশল ও চিকিৎসাবিদ্যাকে যুক্ত করা হয়েছে।

তার একাধিক প্রকাশনা জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাইন্ড, ব্রেন, বিহেভিয়ার (এমবিবি) পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মান অর্জন করেছেন বাংলাদেশি এই তরুণ।

জানা গেছে, ৩০ বছরের কম বয়সী যারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন এবং আগামী দিনের ব্যবসা ও সমাজকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন তাদেরকে এই তালিকায় অর্ন্তভূক্ত করা হয়। বিশ্বজুড়ে প্রায় ২০ হাজার মনোনয়ন থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে ৬০০ জনকে বেছে নেওয়া হয়।


সর্বশেষ সংবাদ