সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ PM
জুলাইয়ের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরার তরুণ নারী সংগঠক মোহিনী পারভীন ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এ সম্মাননা প্রদান করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল, নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। জানা গেছে, মোহিনী পারভীন বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবং একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র।
জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের সমন্বয়ের দায়িত্বে ছিলেন মোহিনী। মিছিল, পথসভা, জরুরি সমাবেশ সব কার্যক্রমেই তিনি ছিলেন সামনের সারিতে। কখনো ব্যানার হাতে স্লোগান, কখনো সংগঠকদের ব্রিফিং, আবার সংঘর্ষের আশঙ্কার মধ্যেও প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া, সব ক্ষেত্রে ছিল তার দৃঢ় উপস্থিতি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।