নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ, পরিবার বলছে ধাওয়া দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ PM
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়ায় আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত টানা ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে আন্ধারমানিক নদীর বাদুরতলী ঘাট এলাকায় ভিড় করছেন স্থানীয়রা।
নিখোঁজের পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোতে বসা ছিলেন নুরুল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে অটোচালককে মাদকসহ আটক করেন। পরে নুরুল ইসলামকে তল্লাশি চালানো হলেও তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি।
নিখোঁজের মেয়ে রূপা অভিযোগ করে বলেন, ‘মাদক না পাওয়ার পরও আমার বাবাকে আটক করার চেষ্টা করা হয়। আত্মরক্ষার দৌড়ে পালাতে চাইলে তারা ধাওয়া দেয়, তখন বাবা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু আর ওঠেননি এখনো।’
আরও পড়ুন: শিক্ষার্থীদেরকে সমাজের সমস্যা বুঝতে শেখানোর আহবান ইউজিসি চেয়ারম্যানের
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালালেও শনিবার দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুল কবির। তিনি বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। ঘটনার সময় আমাদের অভিযান ছিলই না।’