গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে আমগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল হাকিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বাউফল পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাগুজিপুল এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হাকিমের বাবার নাম বাবর আলী। বাড়ি কুড়িগ্রাম জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে বাউফলের মদনপুরা ইউনিয়নের সোনামুদ্দিন গ্রামের আদর্শ গুচ্ছ গ্রামে বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সুজন পাল জানান, আবদুল হাকিমসহ চারজন শ্রমিক স্থানীয় মৃত শাহজাহান বেন্ডারের বাড়িতে একটি আমগাছ কাটছিলেন। এ সময় তিনি বাড়ির ভেতরের বিদ্যুতের সার্ভিস লাইনের তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার  বলেন, ‘বিষয়টি আমরা অবহিত হয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ