খাগড়াছড়িতে কার্টনে মিলল নবজাতকের মরদেহ
- খাগড়াছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:২১ PM
খাগড়াছড়িতে একটি তেলের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা একটার দিকে সদর উপজেলার শাপলা চত্বর-সংলগ্ন ব্রিজের পাশে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, ব্রিজের পাশে বাঁশঝাড়ের ভেতরে একটি খালি তেলের কাগজের কার্টনে নবজাতকটিকে ফেলে যায়। স্থানীয় লোকজন কার্টনের ভেতরে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আরও জানান, মৃত নবজাতকের দেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াধীন।