যশোর-খুলনা মহাসড়কে বৃষ্টি হলে কাদা, রোদ হলে ধুলা

০৫ জুন ২০২৫, ০১:৩৮ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের বেহাল অবস্থা

যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের বেহাল অবস্থা © টিডিসি

বৃষ্টি হলে কাদা আর রোদ হলে ধুলা। সড়কটি পাকা হলেও দেখে বোঝার কোনো উপায় নেই যে, এটি পাকা সড়ক। এর মধ্যেই ঝুঁকি নিয়ে পরিবহণ ও ভারি ট্রাক চলাচল করে। প্রতিদিন শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ বিভিন্ন গন্তব্যে যায়। ট্রাকে ট্রলিতে করে নেয়া মাটি ও বালি রাস্তার উপরে পড়ে কাঁদা মাটিতে একাকার হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। তাই সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃষ্টির পর থেকে সড়কটি কাদামাটি ভিজে একাকার হয়ে যায়। সড়কের গর্ত জমে যায় পানিতে। আর বৃষ্টি না হলে গাড়ির চাকার সঙ্গে ওড়ে ধুলা। মোটরসাইকেলের চাকা স্লিপ করে দুর্ঘটনার শিকার হয়ে দু’জন আহত হয়েছে। রাস্তায় মোটরসাইকেল চালকরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। ফলে এসব রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন মোটরসাইকেল ও ছোট ছোট গাড়ির চালকরা। পাকা রাস্তার উপর ভেজা কাদামাটিতে একাকার হয়ে সৃষ্টি হয়েছে এক মরণ ফাঁদ। রাস্তা দিয়ে গাড়িতে চলাচল ও হেঁটে পথ পাড়ি দিতে চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে ইটভাটার মালিক ও মাটি, বালি ব্যবসায়ীদের লাইন্সেবিহীন ট্রাক্টর ডাম্পার, ট্রলি নিয়মিত মাটি ও বালি বহন করে থাকে। এই ট্রলি থেকে বালি মাটি পড়ে রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়। এই মাটি রোদের সময় ধুলা আর বৃষ্টির সময় পিচ্ছিল কাদায় পরিণত হয়। বৃষ্টি হওয়াতে পাকা সড়কে কাদা হয়ে পড়েছে। বৃষ্টির কারণে সড়ক এতটাই পিচ্ছিল হয়েছে যে, গাড়ি চলাচল তো দূরের কথা হেটেও চলাচল করা যাচ্ছে না। সড়কের পাশের লোকজন ও ব্যবসায়ীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

আরও পড়ুন: জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার, আটক ১

উপজেলার নওয়াপাড়া শাহীমেড় এলাকার কৃষ্ণপদ শীল নামের মোটরসাইকেল চালক বলেন, বৃষ্টি হলে কাদা অন্যদিকে রোদ উঠলে ধুলা। ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হয়। ধুলায় কোনো কিছুই দেখা যায় না। তাই চলাচলে অনেক সমস্যা পোহাতে হচ্ছে।

খুলনা টু রাজবাড়ী এ্যানি পরিবহনের চালক রমজান আলী বলেন, বছর জুড়েই এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। ধুলায় টিকে থাকা দায় হয়ে পড়েছে। বর্ষা হলে চলাচল করতে দুর্ভোগ বাড়ে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে মহাসড়কের কাজ দেখছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। মহাসড়কে দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে কাজ করছে হাইওয়ে পুলিশ। মহাসড়ক নিয়ন্ত্রণ করতে নিয়মিত মামলা করা হচ্ছে।

ট্যাগ: মহাসড়ক
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9