নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সড়কের সংযোগস্থলে (জিরো পয়েন্ট) নবনির্মিত ওভার ব্রিজের দুই পাশে স্থাপন করা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক। প্রতিষ্ঠানটিকে খুঁজে বের করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ায় এমন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যারয় কর্তৃপক্ষ।
২০১৫ সালের ২৮ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী আসিফ ও মামুন শাহজালাল বাসের ধাক্কায় প্রাণ হারান। সড়কে নিরাপত্তার জন্য সে সময় শিক্ষার্থীরা সেখানে স্পিড ব্রেকার ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি তুলে আন্দোলন করেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ফিরে আসে।
সেই ঘটনার ছয় বছর পর সেখানে স্পিড ব্রেকার নির্মাণ করে সড়ক ও জনপদ অধিদপ্তর। আর দুর্ঘটনার সাত বছর পর ২০২৩ সালে সেখানে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণের পর ওভারব্রিজে বিশ্ববিদ্যালয়ের নামফলক লাগানো হলেও তা নিম্নমানের হওয়ায় কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট সড়কে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব চিহ্নিত করার মতো কোনো স্থায়ী চিহ্ন ছিল না। ফলে বহিরাগত শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা প্রায়ই বিভ্রান্তির শিকার হতেন।
নামফলক স্থাপনের বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এ জন্য প্রথমবার আসা ব্যক্তিদের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজে বের করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই নামফলক লাগানোর ফলে ঢাকা-ময়মনসিংহে যাতায়াতরত ব্যক্তিদের এখন আর বিশ্ববিদ্যালয়কে খুঁজে বের করতে হবে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম এমনিতেই তাদের নজর কাড়বে। ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ে আসা সবার জন্য সুবিধা হবে এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নাম সবার মাঝে ছড়িয়ে যাবে। নামফলকটিতে বাংলা ও ইংরেজি ভাষায় নজরুল বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে।