ঢাবি প্রশাসনের শুধু ভিসি-প্রক্টরেরই পদত্যাগ দাবি নিয়ে বিতর্ক, যা বলছে ছাত্রদল
সাম্য হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবির সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নসহ অন্যান্য কিছু বাম সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে একাত্মতা পোষণ করেন। অন্যদিকে, সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্রসংসদসহ অনেক সংগঠনের নেতাকর্মীরা সাম্য হত্যার সুষ্ঠু ও উপযুক্ত বিচার দাবি করেছেন। কিন্তু তাদেরকে অনলাইন ও অফলাইনে ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবির বিষয়টিকে পাত্তা দিতে দেখা যায়নি। এর বাইরে, কেউ কেউ প্রশ্ন তুলছেন, সাম্যের নিরাপত্তা দিতে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হলেও ছাত্রদল কেন শুধু ভিসি ও প্রক্টরেরই পদত্যাগ চাচ্ছে? কারণ, প্রশাসনে তো দুইজন প্রো-ভিসি এবং ট্রেজারারসহ আরও অনেকেই রয়েছেন। এ দাবির পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সে প্রশ্নও তুলছেন কেউ কেউ।
- universities
- ১৬ মে ২০২৫ ২১:০৬