তারেক রহমানের প্রত্যাবর্তনকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করতেই হাদি হত্যা: আবিদ

২১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ AM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ AM
ওসমান হাদি ও আবিদুল ইসলাম খান

ওসমান হাদি ও আবিদুল ইসলাম খান © সংগৃহীত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে নিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। শুক্রবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবিদ বলেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর যে গুলিবর্ষণ করা হয়েছিল সেটাও কিন্তু তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেটাকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার একটা পাঁয়তারা ছিল। সেই জুলাইয়ের স্পিডকে সামনে রেখে আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই। এই পৃথিবীর বুকে এমন কোন শক্তি এখনো পর্যন্ত জন্মায় নাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করতে পারে।

আরও পড়ুন: মৃত্যুর আগে তরুণদের ক্যারিয়ার নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন হাদি

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি নিঃসন্দেহে আমাদের ভাই। এই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন স্পিড। আমরা সবাই যখন শোকাহত, সবার চোখে যখন পানি, ঠিক তখন শরীফ ওসমান হাদির লাশকে রাজনৈতিক ফায়দা লুটবার জন্য একটা নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানগুলোতে কাল রাতে নেক্কারজনকভাবে হামলা চালিয়েছে। রাজশাহী খুলনাতে কূটনৈতিক অফিসগুলোতে তারা হামলা চালিয়েছে। ময়মনসিংহে একজন মানুষকে মেরে তাকে ঝুলিয়ে আগুন নিক্ষেপ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ ভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্য পাঁয়তারা। নির্বাচন চায় না তারা। নির্বাচন চায় না আওয়ামী লীগ, নির্বাচন চায় না যারা দীর্ঘ দুঃশাসনে আওয়ামী লীগের সাথে থেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং পরবর্তী সময়ে তারা বিভিন্ন লেবাস ধারণ করেছে।

ধানের শীষে পক্ষে ভোট চেয়ে এ ছাত্রদল নেতা বলেন, আমি আপনাদের কাছে আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করে চাই এখানে যারা উপস্থিত হয়ে ডোর টু ডোর পৌঁছে যান। প্রতিটি মানুষের কাছে দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকারের আপোষহীন প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চান। এই ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে। কারণ ধানের শীষের বিজয় আপনার স্বার্থ নয়, আমার স্বার্থ নয়, বেগম খালেদা জিয়ার স্বার্থ নয়, জনাব তারেক রহমানের স্বার্থ নয়, এই ধানের শীষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভোমত্ব টিকে আছে।

অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া দোলন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহা সুলতান খোকন, এস এম মুনসুর, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম-আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের নেতা মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ নেতাকর্মীরা।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9