আজ থেকে ডাউনলোড করা যাবে চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড যাবে আজ (২১ ডিসেম্বর) থেকে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ২১ ডিসেম্বর, ‘ডি’ ইউনিটের প্রবেশপত্র ২২ ডিসেম্বর, ‘ডি১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ২৪ ডিসেম্বর, ‘বি১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ২৬ ডিসেম্বর, ‘বি২’ উপ-ইউনিটের প্রবেশপত্র ২৭ ডিসেম্বর, ‘সি’ ইউনিটের প্রবেশপত্র ২৮ ডিসেম্বর, ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ২৯ ডিসেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

গত ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ছিল। চবিতে আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। পাশাপাশি ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের জন্য ‘পোষ্য কোটা’। 

ইউনিটভিত্তিক আসন সংখ্যা
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট আসন ১ হাজার ৯৩টি। 

এর মধ্যে রসায়ন ও পদার্থ বিভাগে ১০০টি করে ২০০টি, গণিত বিভাগে ৯৫টি, পরিসংখ্যান বিভাগে ৮০ টি, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে ৩৫টি করে ৭০টি, ফরেস্ট্রি বিভাগে ৪০টি, প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগে ৬০টি করে ১২০টি, কম্পিউটার সাইন্স বিভাগে ৬৫টি, ইলেক্ট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৫টি, ফরেস্ট্রি, ভূগোল ও পরিবেশবিদ্যা, প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান ফার্মেসি ও মেরিন সায়েন্স বিভাগে ৪০টি করে মোট ২৮০টি, ওশোনোগ্রাফি ও ফিশারিজ বিভাগে ৩০ টি করে মোট ৬০টি আসন রয়েছে।

আবেদন যোগ্যতা
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতার জিপিএ গত বছরের তুলনায় শূন্য দশমিক ৫ কমানো হয়েছে।‘এ’ ইউনিটে ভর্তি হতে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ২০২৫ শিক্ষার্থীদের মাধ্যমিকে জিপিএ ৪ এবং উচ্চমাধ্যমিকে ৩ সহ মোট জিপিএ ৮ দশমিক ০ থাকতে হবে। এবং ২০২৪ সালে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য মাধ্যমিকে ৪ এবং উচ্চমাধ্যমিকে ৩.৫০ সহ মোট ৮.৫০ থাকতে হবে [চতুর্থ বিষয়সহ)। 

ভর্তি পরীক্ষা
আগামী ২ জানুয়ারি (শুক্রবার) তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ইউনিটটির ভর্তি পরীক্ষা। সেগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী তিনটি বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্থানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি
গতবারের ন্যায় এবারো বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।

মান বন্টন
‘এ‘ ইউনিটে ভর্তি হতে ইংরেজিতে ২৫ নম্বরের ও পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত এবং রসায়ন এই চারটির মধ্যে যেকোনো তিনটি বিষয়ের উত্তর করতে হবে। প্রতিটি বিভাগের নম্বর ২৫ করে ৭৫ নম্বর। এর মধ্যে রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২৫টি করে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, শুধু গণিতের ক্ষেত্রে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ২০ টি, প্রতিটির মান ১.২৫ করে মোট ২৫। অর্থাৎ সেকেন্ড টাইম থাকছে। এক্ষেত্রে সেকেন্ড টাইমারদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছা…
  • ৩১ জানুয়ারি ২০২৬