সাম্যের স্মরণে ঢাবিতে দোয়া ও মিলাদ মাহফিল 

১৬ মে ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
দোয়া মাহফিল

দোয়া মাহফিল © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

শুক্রবার (১৬ মে) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলে আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যের আত্মার মাগফিরাত কামনা করে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাবি শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় রাত ১২টায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

আরও পড়ুন: ১৪ বছরে ৫ ভিসি, তিনজনই আন্দোলনের মুখে পদ ছেড়েছেন

ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬