শেকৃবিতে ১০২ শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ 

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ © টিডিসি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়েছে। লেভেল-৪, সেমিস্টার-১-এর  ১০২ জন শিক্ষার্থীর মধ্যে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার। অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. নূর ইসলাম নাঈম তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‌‘প্রাণিসম্পদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে ভেটেরিনারি টিচিং হাসপাতালে হাতে-কলমে প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিক্যাল যন্ত্রপাতি প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য, প্রশাসনের এ উদ্যোগ আমাদের চিকিৎসা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানের সমন্বয়ক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, ‘লেভেল-৩ থেকে ক্লিনিক্যাল ক্লাস শুরু হয়। তাই শিক্ষার্থীদের হাতে দ্রুত সার্জিক্যাল বক্স পৌঁছে দেওয়া আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।’

এ সময় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভেটেরিনারি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. আফতাব আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রাণিসম্পদ খাতে আপনাদের গুরুত্ব অপরিসীম। আমরা আশা করি আপনারা আমাদের প্রোডাকশন ল্যাব পরিদর্শন করবেন এবং মাঠপর্যায়ে এগুলো কাজে লাগাবেন।’

পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স তুলে দেন। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে মাঠ পর্যায়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্ট সরবরাহ করেছি। ভবিষ্যতে লেভেল-৩ থেকেই এ সরঞ্জাম সরবরাহের সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সাফল্য।’

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির বক্তব্যে অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আগে লেভেল-৫-এ গিয়ে শিক্ষার্থীরা সার্জিক্যাল বক্স পেতো, যা তাদের জন্য ভোগান্তির কারণ হতো। এখন থেকে লেভেল-৩-এ বক্স সরবরাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে।’

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একমি ল্যাবরেটরিজ শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক সেশন আয়োজন করে। এতে মাঠপর্যায়ে প্রাণী চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধ, তাদের সঠিক ব্যবহার ও নির্দেশনা সম্পর্কে শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা লাভ করে।

বিবাহ বিচ্ছেদ মামলায় শিল্পপতির স্ত্রীকে দিতে হচ্ছে ১৫ হাজার…
  • ১৪ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে দুই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে
  • ১৪ জানুয়ারি ২০২৬
ফের স্থগিত ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম
  • ১৪ জানুয়ারি ২০২৬
ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদন শুরু আজ
  • ১৪ জানুয়ারি ২০২৬
আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে
  • ১৪ জানুয়ারি ২০২৬
সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9