শেকৃবিতে ভেটেরিনারি অনুষদের নবম ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ  © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবম ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাশার। এ ছাড়া একমি ল্যাবরেটরির প্রতিনিধি ড. মো. জুলহাস উদ্দিন ও এসিআই অ্যানিমেল হেলথের প্রধান ড. মোহাম্মদ আমজাদ হোসেন অতিথি হিসেবে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, ‘পশু চিকিৎসা এক মহান পেশা। এ পেশার মাধ্যমে গরিব কৃষকদের দোয়া পাওয়া যায়। আগামীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের নেতৃত্ব দিবে তোমরা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে কম্বাইন্ড ডিগ্রি চালু হবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ সময় তাত্ত্বিক পড়াশোনা করেছে। ব্যবহারিক শিক্ষায় কিছু সীমাবদ্ধতা থাকলেও এই ইন্টার্নশিপ তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।’

আরও পড়ুন: শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

কো-অর্ডিনেটর ড. মো. মহাব্বত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ তোমরা স্বপ্ন বাস্তবায়নের ফাইনাল প্লাটফর্মে পদার্পণ করতে যাচ্ছ। সকলের জন্য শুভকামনা।’

অপর কো-অর্ডিনেটর ড. শরীফা জাহান বলেন, ‘তোমরা ভবিষ্যতের ডাক্তার। হাতে-কলমে শেখার সময় এসেছে। ভুল থেকেই শেখা যায়, তাই মনোযোগ দিয়ে শেখার আহ্বান জানাই।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজের মাধ্যমে শিক্ষার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে। এই ছয় মাসের ইন্টার্নশিপ শেখার এক সুবর্ণ সুযোগ। শেষে তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ ও সাফল্য কামনা করেন।


সর্বশেষ সংবাদ