বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও অপশন ফরম পূরণ শুরু

০১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র ডাউনলোড ও অপশন ফরম পূরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেনন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার বিভাগীয় অপশন পূরণ ব্যতীত প্রবেশপত্র পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। 

এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে গত ১৭ ডিসেম্বর। আর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ১ জানুয়ারি সকাল ৯টা থেকে ডাউনলোড করা যাবে।

এর আগের বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

প্রবেশপত্র ডাউনলোডের সময় বিভাগীয় অপশন ফর্ম পূরণ করতে হবে। এই অপশন পরবর্তীতে পরিবর্তনযোগ্য নয়। বিভাগীয় অপশন ফর্ম পূরণ ব্যতীত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে

গত ২৭ অক্টোবর বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। মডিউল ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয় ১ হাজার ৩০০ ও ১ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

মানিকগঞ্জ শহরজুড়ে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, জলাতঙ্কের ঝুঁকি
  • ০১ জানুয়ারি ২০২৬
শীতে ঠান্ডা-কাশি থেকে বাঁচতে ভরসা রাখুন রান্নাঘরের এই সাধার…
  • ০১ জানুয়ারি ২০২৬
প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপেদষ্টার বিশেষ সহকারী হলেন সা…
  • ০১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই, অপেক্ষায় মা…
  • ০১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াতসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার চলে যাওয়ার ফলে তৈরি ইমোশন, বিএনপির জয়ে জোরালো …
  • ০১ জানুয়ারি ২০২৬