৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, ভর্তিচ্ছুদের জন্য নতুন নির্দেশনা

৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ PM
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩ ডিসেম্বর)। এদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুরুর এক ঘণ্টা আগেই নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘আগামী ৩ জানুয়ারি আপনার প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার দিন বেলা ১টার মধ্যে পরীক্ষা কক্ষে উপস্থিত হতে হবে।’

ইতিমধ্যে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। ৩ জানুয়ারি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ বছর ৯ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩ হাজার ৭০১টি। 

আরও পড়ুন: শিক্ষার্থীর মরদেহ উদ্ধার থেকে গুচ্ছ ভর্তিতে প্রতারণা— বছরজুড়ে মাভাবিপ্রবিতে আলোচনায় যা ছিল

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
‘সওয়াবের আশায়’ মাত্র ১০ হাজার টাকায় চার রুম ভাড়া দেন বাড়…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!