ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রস্তুত, প্রকাশের সম্ভাব্য সময় জানালেন ডিন

৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অথবা শুক্রবার ফলাফল প্রকাশ করা হতে পারে। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মাহমুদ ওসমান ইমাম এ তথ্য জানিয়েছেন। গত ৬ ডিসেম্বর বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়।

ফলাফল কবে প্রকাশ হবে, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মাহমুদ ওসমান ইমাম আজ বুধবার (৩১ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শোক দিবসের কারণে আজ বিশ্ববিদ্যালয় বন্ধ। সে কারণে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কাল অথবা শুক্রবার প্রকাশ করতে পারব বলে আশা করছি।

এর আগে তিনি জানান, ফলাফল প্রকাশের জন্য এক মাস সময়সীমা দেওয়া আছে। তবে চলতি মাসেই প্রকাশ করা যাবে বলে জানিয়েছিলেন তিনি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস ও নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করায় চলতি মাসে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা

গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জ…
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি!
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনি আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের আহ্বান
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: মঞ্জু
  • ২২ জানুয়ারি ২০২৬
জনসভার মধ্যে দিয়ে শুরু জামায়াতের নির্বাচনী প্রচারণা
  • ২২ জানুয়ারি ২০২৬