খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। আগামী ১২ ও ১৩ জানুয়ারি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে (https://apply.ku.ac.bd/) লগইন করে ফলাফল দেখতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী বছরের ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৩ জানুয়ারি (শনিবার) পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এরপর মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬ (সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা) পর্যন্ত।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয় গত ১৮ ডিসেম্বর, শেষ হয় ১৮ ডিসেম্বর। দুই দিনব্যাপী এ পরীক্ষায় চারটি ইউনিটে ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেন ১ লাখ ৮ হাজার ২৬৬ পরীক্ষার্থী। প্রতি আসনে লড়েছেন ৯৭ জন শিক্ষার্থী।