খুবি ক্যাম্পাসে আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’-এর উদ্বোধন

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ PM
খুবি ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে

খুবি ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক মানের ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ (eduroam) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফলে খুবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অবস্থান করেও স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এডুরম নেটওয়ার্ক সুবিধার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট, আধুনিক ও গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এডুরম একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা সেমিনারে অংশগ্রহণের সময় নিরবচ্ছিন্ন ও নিরাপদ ইন্টারনেট সুবিধা পাবেন, যা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

তিনি আরও বলেন, ‘এডুরম ব্যবহারের মাধ্যমে খুবির আন্তর্জাতিক সংযোগ ও গবেষণার সুযোগ বহুগুণে বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, এডুরম বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ আন্তর্জাতিক নেটওয়ার্কিং সেবা। কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি ব্যবহার করে বিশ্বের যেকোনো এডুরম-সংযুক্ত ক্যাম্পাসে ইন্টারনেটে যুক্ত হতে পারেন। একবার লগইন করলে পরবর্তী সময়ে বিশ্বের যেকোনো এডুরম নেটওয়ার্ক জোনে প্রবেশের সঙ্গে সঙ্গে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যায়।

এটি একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন নেটওয়ার্ক, যা ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে। বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এডুরম নেটওয়ার্কের আওতাভুক্ত। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এ সুবিধা ভোগ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ল্যাপটপ কিংবা স্মার্টফোনে এডুরম নেটওয়ার্ক সেটআপ করতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
পে কমিশন থেকে পদত্যাগ করে যা বললেন অধ্যাপক মাকছুদুর রহমান
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুল ইসলাম পদত্যাগ করেননি, দাবি আদায়ে অনড় ক্রিকেটাররা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9