জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফটো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একবছর মেয়াদী ‘ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিষয়ে স্নাতকোত্তর (পোস্ট গ্রেজুয়েশন) করার সুযোগ দিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তির যোগ্যতা: স্নাতক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কোর্সের আসন সংখ্যা: ৫০টি।
কোর্সের নাম: পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬।
কোর্সের ধরন: অনাবাসিক
অনলাইনে আবেদনের সময়সীমা : ২৮ নভেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
আবেদন: অনলাইনে আবেদন করা যাবে। https://fscdtraining.com -ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষার ধরন: এমসিকিউ
ভর্তি পরীক্ষার তারিখ: ১৬ জানুয়ারি ২০২৬ বেলা ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত (ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়া হবে)।
ভর্তি পরীক্ষার ফলাফল: https://fscdtraining.com-ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
ভর্তি: ১৮ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬, বেলা ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় স্বশরীরে হাজির হয়ে ভর্তি হতে হবে। শুক্রবার ও শনিবার ভর্তি হওয়া যাবে।
ক্লাস শুরু: ৩০ জানুয়ারি ২০২৬ থেকে ক্লাস শুরু হবে।
কোর্সের সময়কাল: ১ বছর, (সপ্তাহে ২ দিন, শুক্রবার ও শনিবার)। ছাত্র/ছাত্রীদের চাহিদার প্রেক্ষিতে অনলাইনে ক্লাস পরিচালনা করা হতে পারে।
কোর্সের বৈশিষ্ট্যসমূহ
ক. পোশাকশিল্পসহ বিভিন্ন কলকারখানা, বহুতলভবনে ফায়ার সেফটি অফিসার/জি,এম/এ, জি,এম/অডিটর হিসেবে চাকুরী পাওয়ার সুযোগ।
খ. সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা অর্জন।
আরও পড়ুন: ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা জানা যাচ্ছে
গ. ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত জ্ঞানার্জনের সুযোগ।
ঘ. দেশী, বিদেশী ও আন্তর্জাতিক বিভিন্ন মেগা প্রকল্পসমূহে কাজ করার সুযোগ।
ঙ. বিশ্বব্যাপী শিল্পায়নে সেফটি বিষয়ে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ।