কৃষি গুচ্ছের দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন অপেক্ষমান শিক্ষার্থীরা, তালিকা দেখুন

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী  © ফাইল ছবি

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুুটিতে ২০২৪-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন আরও সাত শিক্ষার্থী। তাদের তালিকা ভর্তিবিষয়ক ‍ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে কয়েক দফায় শিক্ষার্থী ভর্তির পরও কিছু আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে ১০ গুণ শিক্ষার্থী রেখে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি কমিটি। 

এর মধ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে মেধাতালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গত শুক্রবারের (১২ সেপ্টেম্বর) মধ্যে অনলাইনে ভর্তি ফির প্রথমাংশ জমা দিতে বলা হয়। গত বুধবার (১‌০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছিল। এতে ৪০ জন শিক্ষার্থী স্থান পান। 

আরও পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি শেষ করতে মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

ওয়েবসাইটে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শূণ্য আসনের ১০ গুণ ছাত্র-ছাত্রীর তালিকা প্রকাশ করা হলো। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!