কৃষি গুচ্ছের ভর্তির জন্য অপেক্ষমান থেকে ডাক পেলেন শূন্য আসনের ১০ গুণ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ PM
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে কয়েক দফায় শিক্ষার্থী ভর্তির পরও কিছু আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে অপেক্ষমান তালিকা থেকে ১০ গুণ শিক্ষার্থী রেখে মেধাতালিকা প্রকাশ করেছে ভর্তি কমিটি। সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আগামী শুক্রবারের (১২ সেপ্টেম্বর) মধ্যে অনলাইনে ভর্তি ফির প্রথমাংশ জমা দিতে হবে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শূণ্য আসনের ১০ গুণ ছাত্র-ছাত্রীর তালিকা প্রকাশ করা হলো।
আরও পড়ুন: ৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
এর আড়েও শূন্য আসন পূরণে অপেক্ষমান তালিকা থেকে ১০ গুণ শিক্ষার্থী রেখে মেধাতালিকা প্রকাশ করেছিল ভর্তি কমিটি। গত ২২ আগস্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যে সব ছাত্র-ছাত্রী ভর্তির আগ্রহ প্রকাশ করবেন, তাদেরকে অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে। মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।