জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এর মাধ্যমে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

প্রাথমিক আবেদন ফরম পূরণের পর আবেদনকারীকে ফরম প্রিন্ট নিয়ে আবেদন ফি বাবদ ৪০০ টাকা (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) সংশ্লিষ্ট কলেজে ১৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবরের মধ্যে আবেদন অনলাইনে নিশ্চয়ন করবে। এরপর ২২ থেকে ২৯ অক্টোবরের মধ্যে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সোনালী ব্যাংকে জমা দেবে।

আবেদনের যোগ্যতা
২০২০, ২০২১, ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২২, ২০২৩, ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড, ডিপ্লোমা-ইন-কমার্স, ও’ লেভেল-এ’ লেভেল ও বিদেশী সার্টিফিকেটধারীরাও নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

মেধাতালিকা প্রণয়ন
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরি করা হবে। মেধাতালিকা পর্যায়ক্রমে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, মুভমেন্ট তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি সম্পন্ন হবে। উল্লেখ্য, তৃতীয় রিলিজ স্লিপের কোনো সুযোগ থাকবে না।

গুরুত্বপূর্ণ নির্দেশনা
একই শিক্ষার্থী একাধিক প্রোগ্রামে ভর্তি হলে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের সময় সাম্প্রতিক তোলা 120x150 পিক্সেলের পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ৫০ কেবি) আপলোড করতে হবে। ভুল ছবি আপলোড করলে ভর্তি বাতিল হবে। কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীর মেধাতালিকা তৈরি হবে না।

ফি-সংক্রান্ত তথ্য
প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা, কলেজের অংশ ১৫০ টাকা)। রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা (রেজিস্ট্রেশন, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম, বিএনসিসি ও রোভার স্কাউট ফি অন্তর্ভুক্ত)। ভর্তি বাতিল/পুনঃবহাল ফি ৪০০ টাকা।

ভর্তি কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Prospectus ও Important Notice অপশন থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ