অনার্সে ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এসএমএস বা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফলাফল জানতে পারবেন।
মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। যারা পূর্ববর্তী শিক্ষাবর্ষে (২০২৩-২৪) কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ছিলেন, তারা অবশ্যই পূর্ববর্তী ভর্তি বাতিল করে ভর্তি প্রক্রিয়া শেষ করবেন।
কলেজ কর্তৃপক্ষকে ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়তা দিতে হবে। কোনো অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট বিষয় লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।
রেজিস্ট্রেশন ফি প্রতি শিক্ষার্থী ৫৬৫ টাকা, যা কলেজ নির্ধারিত ব্যাংকিং মাধ্যমে জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তিচ্ছুরা (nu<space>athn<space>roll no লিখে 16222 নম্বরে এসএমএস করে রিলিজ স্লিপের মেধাতালিকা জানতে পারবেন।