জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমপেড দ্বিতীয় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপেড) দ্বিতীয় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার অনলাইনে আন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকদের তথ্য এন্ট্রি (Data Entry) করার জন্য কলেজের নিজস্ব Gmail Address ব্যবহার করতে হবে। উক্ত আইডি দিয়েই লগইন করা যাবে এবং আলাদা কোনো ইউজার নেম বা পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। নির্দিষ্ট ওয়েব ঠিকানা http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে হবে।

লগইন শেষে মেনু থেকে Practical Examiner Entry Option বেছে নিয়ে তথ্য যুক্ত করতে হবে। কোনো ভুল হলে তা ডিলিট করে পুনরায় এন্ট্রি দিতে হবে। তথ্য সংযোজনের পর অবশ্যই Confirm করতে হবে। একবার নিশ্চিতকরণের পর আর কোনো পরিবর্তন করা যাবে না।

সব তথ্য নিশ্চিত হওয়ার পর Practical Examiner List ডাউনলোড করে অধ্যক্ষের স্বাক্ষরসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বরাবর পাঠাতে হবে।

এ ছাড়া একই কেন্দ্রে কোনো বহিঃপরীক্ষক বা আন্তঃপরীক্ষকের নাম ও TMIS দুবার এন্ট্রি দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র ও বিল জমা দেওয়ার পর কোনো ধরনের সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না।


সর্বশেষ সংবাদ