জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এর স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা কমিটির জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্রের প্যাকেট খোলার পূর্বে প্রতিটির কোর্স ও কোড সঠিকভাবে যাচাই করে নিশ্চিত করতে হবে। অন্য কোর্স বা কোডের প্রশ্নপত্র খোলা হলে দায়ভার সংশ্লিষ্ট অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির ওপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া হাজিরাপত্র, উত্তরপত্র এবং ওএমআর ফরম সঠিকভাবে পূরণ এবং কক্ষ পরিদর্শকের স্বাক্ষর নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর রিপোর্ট নির্ধারিত ফরমে স্পষ্টভাবে পূরণ করে প্রেরণ করতে হবে এবং হাজিরাপত্রে লাল কালি দিয়ে ‘বহিষ্কার’ উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: রাকসুর প্রার্থী তালিকা চূড়ান্ত আজ, শুরু হচ্ছে প্রচারণাও

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষে ওএমআর ও উত্তরপত্রের সংখ্যা মিলিয়ে সঠিকভাবে প্যাকেট সিল করে প্রেরণ করতে হবে। ভুয়া পরীক্ষার্থী রোধে মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কাউকে হলে প্রবেশ করতে দেওয়া যাবে না।

মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে পরীক্ষার্থীদের সতর্ক করতে বলা হয়েছে। নকল প্রতিরোধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

লিখিত উত্তরপত্রের বান্ডেল তৈরির সময় বিষয় ও কোর্স বা কোড সঠিক আছে কিনা তা যাচাই করে প্যাকেট করার জন্য পরীক্ষা কমিটিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব নির্দেশনা নোটিশ বোর্ডে প্রদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9