এ বছর ঢাবির ভর্তি পরীক্ষা কোন মাসে, গতবার কবে হয়েছিল?

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে। বেশ কিছু বিভাগে ভর্তিযোগ্য অর্ধশতাধিক আসন শূন্য থাকলেও আর মেধাতালিকা দেওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডাকসু নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীরা এখন ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তৈরি করছেন নিজেদের। তাদের পছন্দের শীর্ষ পর্যায়ে থাকা একটি প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আগামী ৯ সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ব্যস্ত থাকায় এ বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। যদিও করোনার সময় পিছিয়ে গেলেও এবার যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মাঝে করোনার কারণে ভর্তি পরীক্ষার স্বাভাবিক সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত স্বাভাবিক সময়সূচিতে ভর্তি পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সূচি কিছুটা এগিয়ে আসে। গত বছরের নভেম্বরে আবেদন গ্রহণের পর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুন: ঢাবিতে অর্ধশতাধিক আসন শূন্য, আর কি সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা?

গতমাসে সর্বশেষ বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের পাশাপাশি শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। এরপর আর সুযোগ দেওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। ডাকসু নির্বাচনের পর বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। প্রশাসনের সবাই ডাকসু নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।

জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া চলে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। পরবর্তীতে করোনা মহামারির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হয়। অনলাইন আবেদন শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বছরের ২০২১ সালের মাঝামাঝি। ভর্তি পরীক্ষা মে-জুনে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত চলে। পরবর্তী দুই শিক্ষাবর্ষেও একই কারণে বিলম্ব হয়।


সর্বশেষ সংবাদ