ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

শুধু ‘জাতির জনক’ নয়, আনুষ্ঠানিকভাবে বাদ ‘বঙ্গবন্ধু’ও

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হল

ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম থেকে ‘জাতির জনক’ ও ‘বঙ্গবন্ধু’র বাদ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে এই হলের নাম হবে ‘শেখ মুজিবুর রহমান হল’। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ আগস্ট (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই হলের নাম পরিবর্তন করে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামকরণ করা হয়েছে। সকলকে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এর স্থলে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম ব্যবহারের জন্য অনুরোধ করা হল।

জানা গেছে, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই হলের শুরুতে নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৩ সালে ‘জাতির জনক’ শব্দ সংযুক্ত করে হলটির নামকরণ করা হয় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’। এবার ‘জাতির জনক’ ও ‘বঙ্গবন্ধু’ বাদ দিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।

জানা গেছে, শিক্ষার্থীদের আবেদন এবং হল প্রশাসনের সুপারিশের ভিত্তিতে গত সোমবার সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘গত সোমবার সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি সিন্ডিকেটের পর একটি চূড়ান্ত আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা চলতি বছরের ২২ জানুয়ারি হলের নাম সংস্করণের আবেদন করেন এবং আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকেরাও ওই প্রস্তাবনায় সমর্থন দেন। এরপর নিয়ম অনুযায়ী, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় অনুমোদন দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তির দিন, গত ৫ ফেব্রুয়ারির গভীর রাতে হলের নামফলক পরিবর্তন করেন একদল শিক্ষার্থী। তারা ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ নামফলক মুছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নাম লিখে দেন। এসময় শিক্ষার্থীরা হলের নামকরণ পরিবর্তনের দাবি করেন।

আজ বসছে পে-কমিশন, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ যা থাকছে আলোচনায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘আমি-আমার বাবা কখনোই জামায়াতের সঙ্গে যুক্ত ছিলাম না’
  • ১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরানকে যে বার্তা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দেশে দেশে জেন-জি বিক্ষোভ: নেপাল কেন বাংলাদেশ হতে চায় না
  • ১৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9