ঢাবিতে অর্ধশতাধিক আসন শূন্য, আর কি সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের পাশাপাশি শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। এরপরও যোগ্য শিক্ষার্থীদের ভর্তিযোগ্য অর্ধশতাধিক আসন শূন্য রয়েছে। এসব আসনে আর কোনও শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

জানা গেছে, গত মাসের শেষ সপ্তাহে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশ করা হয়। একইসঙ্গে শূন্য আসনের জন্য অপেক্ষমান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ মনোনয়ন প্রকাশ করা হয়েছিল ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। পরবর্তীতে ২২ ও ২৫ আগস্ট শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়।

এ ধাপে ভর্তির পরও ৬০ থেকে সর্বোচ্চ ৮০টির মতো আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একাধিক বিষয়ে ভর্তিযোগ্য অপেক্ষমান কোনও শিক্ষার্থী নেই। অন্য আসনগুলোয় ভর্তিযোগ্য শিক্ষার্থী থাকলেও ক্লাস শুরু হয়ে যাওয়ায় আর কোনও মেধাতালিকা দেওয়া হবে কিনা, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ১২৩৩ প্রার্থী, বেশি সোহ্‌রাওয়ার্দী হলে

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু আসন শূন্য থাকলেও এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। কতটি আসন শূন্য, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সব বিভাগ থেকে রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। তবে আগের দুই-তিন বছরের তুলনায় এবার ভর্তির হার সন্তোষজনক বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ