রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ১২৩৩ প্রার্থী, বেশি সোহ্রাওয়ার্দী হলে
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য ২৩টা পদের বিপরীতে ৩৯৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এ ছাড়া সিনেটে পাঁচটি পদের বিপরীতে ৮৪ এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৭৫৪ জনসহ সর্বমোট ১ হাজার ২৩৩ জন প্রার্থী সংগ্রহন করেছেন মনোনয়নপত্র।
হল সংসদে নির্বাচনের মধ্যে সর্বোচ্চ হোসেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হলে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বুধবার (৩ সেপ্টেম্বর) আট দিনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়। এদিন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ছাত্রীদের ‘যৌনকর্মী’ সম্বোধন, মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
রাকসু নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহের শেষ দিন থাকলেও তা ৪ সেপ্টেম্বর একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষ হয়েছে। আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলবে।’