জাতীয় বিশ্ববিদ্যালয়
স্নাতক ভর্তিতে প্রথম রিলিজ স্লিপে আবেদন শুরু বৃহস্পতিবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১২:০১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল বুধবার (২৮ আগস্ট) বিকেল ৪টা থেকে। আবেদন চলবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি-বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পর্যায়ে আবেদন করতে পারবে তারা, যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেলেও মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা প্রথম/দ্বিতীয়/কোটার মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তী সময়ে ভর্তি বাতিল করেছে।
এক্ষেত্রে আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচটি কলেজে তাদের পছন্দক্রমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Applicant Login অপশনের মাধ্যমে লগইন করে কলেজ ও বিষয় নির্বাচন করতে হবে। প্রতিটি কলেজের শূন্য আসন তালিকা দেখে শিক্ষার্থীরা যোগ্য বিষয় বেছে নিতে পারবে।
আরও পড়ুন: রাকসু নির্বাচন পেছাল ১৩ দিন, মহাষষ্ঠীতে ভোট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ
আবেদন ফরম পূরণের পর তা ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করা যাবে। তবে এ ফরম কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। একইভাবে কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন করারও প্রয়োজন নেই।
তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা ইতোমধ্যে প্রথম/দ্বিতীয়/কোটায় ভর্তি হয়েছে, তারা রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে অবশ্যই আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Prospectus (Honours) এবং Important Notice অপশন থেকে জানা যাবে।