জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম ফি বৃদ্ধি, শিক্ষার্থীদের অসন্তোষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৪:২৯ PM
২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বিষয়ে ১০০ টাকা করে ফি বাড়ানো হয়েছে। ফলে গতবারের তুলনায় শিক্ষার্থীদের ৬০০ থেকে ৭০০ টাকা বেশি গুনতে হবে। বিশেষ করে Conditional Promoted শিক্ষার্থীদের ক্ষেত্রে এবার অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। তাদের মোট ফি’র সাথে আরও এক হাজার ৫০০ টাকা অতিরিক্ত দিতে হবে। এতে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবারই ফরম পূরণের ফি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেবার মান বা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সেই হারে বাড়ছে না। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীরা বাড়তি খরচের কারণে সমস্যায় পড়বেন।
চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী হায়দার আলী বলেন, ‘টাকা বেশি নিক সমস্যা নাই তবে খাতাগুলো সুষ্ঠুভাবে কেটে সঠিক ফলাফল দিক। ১২০০টাকা সাবজেক্ট প্রতি আয় আর ইমপ্রুভের আয় করার জন্য হাজার হাজার স্টুডেন্ট ফেল করিয়ে দেওয়া বন্ধ করা উচিত। তাদের ব্যবসায়িক চিন্তার জন্য হাজার হাজার স্টুডেন্ট এর ১টা বছর নষ্ট হয়।’
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের বলেন ‘আমাদের অনেক কষ্টে পড়ালেখা চালাতে হয়। প্রতি বছর ফি বাড়ানো হলে সেটা আমাদের পরিবারের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়।’
রাজশাহীর নিউ গভ. ডিগ্রী কলেজ এর শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘আর কতভাবে মারবে আমাদের? ফর্মফিলাপের টাকা কমানো উচিত ছিল, বাড়ানো না। এমনিতেই ৬০% উপস্থিতির জন্য খরচ এখন ডবল হয়ে গেছে।’
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২৭ আগস্ট ২০২৫ থেকে এবং চলবে ১৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফরম পূরণ গ্রহণযোগ্য হবে না।