জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফরম পূরণ শুরু হবে ২৭ আগস্ট ২০২৫ (বুধবার) থেকে চলবে ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও ২০১৯-২০২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের Promoted শিক্ষার্থীরা ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী C+ গ্রেড বিষয়ে ফরম পূরণ করা যাবে না এবং Fail সাবজেক্ট পরীক্ষা দিলে সর্বোচ্চ B+ পর্যন্ত গ্রেড প্রদান করা হবে।

আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে ডাউনলোড করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স নম্বর ও অন্যান্য তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফরম পূরণ বা ফি জমা গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ফির বিবরণ অনুযায়ী, তত্ত্বীয় পূর্ণপত্রের জন্য ৩৫০ টাকা, অর্ধপত্রের জন্য ২৫০ টাকা, ব্যবহারিক (প্রতি কোর্স) ৩৫০ টাকা এবং ইনকোর্স ফি ৬০০ টাকা (বিশ্ববিদ্যালয়ে ১৫০ টাকা, কলেজে ৪৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি তত্ত্বীয় পরীক্ষার জন্য ৬০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫০ টাকা। অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও C Promoted পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি যথাক্রমে ৬০০ ও ১০০০ টাকা এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ফি ৬০০০ টাকা নির্ধারিত হয়েছে।

পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তত্ত্বীয় পরীক্ষার পর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন সময়মতো সম্পন্ন করতে হবে। ফরম পূরণ ও নিশ্চয়নের সময়সীমা অতিক্রম করলে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence