১৯ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি ও বিভাগ পরিবর্তন নিয়ে চূড়ান্ত নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১২:০১ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে পরিবর্তিত বিভাগে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কোনও বিশ্ববিদ্যালয়ে আসন শূন্য থাকলে তারা ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। গুচ্ছে ভর্তি সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি-গুচ্ছভুক্ত নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কোন শিক্ষার্থীর বিভাগ পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরিবর্তিত বিভাগে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
যে সব শিক্ষার্থী অদ্যাবধি জিএসটি-গুচ্ছভুক্ত কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়নি তাদের পছন্দক্রমে অন্তর্ভূক্ত বিশ্ববিদ্যালয়ে আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষা শুরু আজ
এর আগে গত ১৯ আগস্ট ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের অভ্যন্তরীণ বিষয় মাইগ্রেশন শেষ হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের সুযোগ বন্ধ ঘোষণা করা হয়। ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
এ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।