জবির যষ্ঠ মেধা ও পঞ্চম মাইগ্রেশন তালিকা প্রকাশ, ভর্তি আজ থেকেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:১০ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৯:৪৬ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে এ, বি, সি, ডি ও ই-ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা এবং পঞ্চম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিন বিশেষায়িত বিষয়ের মেধাতালিকাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৫ জুন) প্রকাশিত তালিকা অনুযায়ী আজ সোমবার (১৬ জুন) থেকে তিনদিন ভর্তি কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে এ, বি, সি, ডি ও ই-ইউনিটের ষষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ১৬ জুন দুপুর ১২টা হতে ১৯ জুন বিকেল ৩টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://jnuadmission.com -এ নিজ নিজ প্যানেলে লগইন করে নিম্নে নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।
ভর্তি ফি জমাদানকারী শিক্ষার্থীরা ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোয় সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তির জন্য ১০ হাজার ৪৩০ থেকে ১২ হাজার ৪৩০ টাকা পর্যন্ত গুনতে হবে শিক্ষার্থীদের।
আরও পড়ুন: রাবির প্রথমবর্ষের সাক্ষাৎকার ও ভর্তি শুরু সোমবার
একই দিনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগের তৃতীয় মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে:
১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র;
২. ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র;
৩. অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম;
৪. ২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
ষষ্ঠ মেধাতালিকা ও পঞ্চম মাইগ্রেশনের তালিকা এবং তিন বিশেষায়িত বিভাগের তৃতীয় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।