কুরআন দিবস উপলক্ষে জবি শিবিরের ‘কুরআন উপহার কর্মসূচি’
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:২২ PM
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জবি শাখা ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি অস্থায়ী তাবু স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেখানে কুরআনের পাশাপাশি ইসলামিক বই, ছাত্রশিবিরের প্রচারপত্র ও সদস্য ফরম রাখা হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে কুরআন সংগ্রহ করছেন।
সরেজমিনে দেখা যায়, একটি ছাউনির নিচে সুচারুভাবে সাজানো রয়েছে কুরআন শরিফ ও ইসলামিক গ্রন্থাবলি। আগ্রহী শিক্ষার্থীরা সেখানে এসে কুরআন গ্রহণ করছেন এবং শিবিরের কার্যক্রম সম্পর্কেও অবগত হচ্ছেন।
কুরআন নিতে আসা ১৯ ব্যাচের এক শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, ‘আমরা ক্লাস ও পড়াশোনায় ব্যস্ত থাকায় ধর্মীয় শিক্ষার প্রতি মনোযোগ কমে যায়। কিন্তু আজ এখানে এসে উপলব্ধি করলাম, কুরআনের শিক্ষা জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
এ বিষয়ে জবি শিবিরের বিজ্ঞান অনুষদের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে কাজ করে থাকে। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ধর্মচর্চার আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে কুরআন বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা ২,৫০০ কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে উপকৃত হবে, ইনশাআল্লাহ।’