ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তির তিন নির্দেশনা

৩০ মে ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:০৯ AM
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তির বিষয়ে তিন নির্দেশনা দেওয়া হয়েছে। এই ইউনিটের ফলাফল পরবর্তী ‘বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম’ অনলাইনে ২ জুন পর্যন্ত প্রদান করা যাবে।  বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, যে সব শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়েছেন এবং পূর্বে ‘বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম’ প্রদান করেছেন, তারা শুধু ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য এলিজিবল বিষয়গুলো পূর্বের বিষয়গুলোর সাথে সংযুক্ত করে বিষয় পছন্দক্রম সম্পন্ন করবেন। 

যে সব শিক্ষার্থী মনোনয়ন প্রাপ্ত বিষয় দেখতে পারছেন না এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটের এলিজিবল বিষয়সহ ‘বিষয় পছন্দক্রম’ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবির সব ইউনিটের চতুর্থ মনোনয়ন ও সাক্ষাৎকারের তারিখ প্রকাশ

এদিকে সব ইউনিটে ভর্তির চতুর্থ বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আগামীকাল শনিবার (৩১ মে) সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব ইউনিটের চতুর্থ মনোনয়ন প্রকাশ করা হয়েছে। যারা নতুন করে বিষয়  মনোনয়ন পেয়েছে তাদের সাক্ষাৎকারে উপস্থিত হয়ে মূল মার্কশিট সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময়সূচী জানতে ওয়েবসাইটে সংশ্লিষ্ঠ ইউনিটের নোটিশ দেখুন।

এর আগে ব্যবসায় শিক্ষা ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফলাফল পুনঃপরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে। মেধাক্রমে ১ থেকে ১২০০ পর্যন্ত ও কোটায় আবেদনকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২ জুনের মধ্যে বিস্তারিত ফরম পূরণ ও তাদের বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫