রাবির ‘সি’ ইউনিটে ৬১ পেয়েও ফেল, কারণ কী?

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে,৬০-এর বেশি নাম্বার পেয়েও ফেল হওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন অনেকে। 

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাশ নাম্বার ৪০। তবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্যমতে, 'সি' ইউনিটে ৪০ নম্বরের বেশি পেয়েও পৌনে তিন হাজার শিক্ষার্থী ফেল করেছেন। এমনকি ৬১.৫০ নাম্বার পেয়েও ফেল করেছেন একজন। যা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন অনেকে। তবে বিষয়টি খোলাসা করেছেন ইউনিটটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. গোলাম মর্তুজা। 

অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, এটা এবারই প্রথম না; এগুলো গত বছরেও হয়েছে। শর্ত হলো আবশ্যক বিষয়ে সর্বনিম্ন ২৫, ঐচ্ছিক বিষয়ে সর্বনিম্ন ১০ এবং টোটাল ৪০ নাম্বার পেতেই হবে। এই তিনটা শর্ত পূরণ করলেই একজন পরীক্ষার্থী পাশ করবে। অন্যথায় সে ফেল করবে। অনেকে ৫০-৬০ পেয়েও এই শর্তের যেকোনো একটি পূরণ করতে পারেননি। ফলে ওই সকল পরীক্ষার্থী ফেল করেছে। 

তিনি আরো বলেন, এই শর্তগুলো নোটিশেও জানানো হয়েছে। এমনকি একজন শিক্ষার্থী যখন আবেদন করেছিলেন সেখানেও এটা বলা ছিল। 

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ (৩ মে) সকাল সাড়ে ১১টায় ফলাফল প্রকাশিত হয়। এতে গ্রুপ-১ (বিজ্ঞান)-এর ৪৮ হাজার ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭ হাজার ৫০১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৪৪.০১ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯।

এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান)-এর ৪৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৯৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৩২.৬৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪.৫০।

এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)-এর ২ হাজার ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৮১.৯৭ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence