রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ১ম শিফটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৬ এপ্রিল) শুরু হয়েছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।
জানা গেছে, ‘সি’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) আসন রয়েছে মোট ১ হাজার ৫১৬টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৮ হাজার ৮২০ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ৬৫ জন শিক্ষার্থী।
‘সি’ ইউনিট মোট সাতটি অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ছয়টি, কৃষি অনুষদের দুইটি, প্রকৌশল অনুষদের পাঁচটি, ভূ-বিজ্ঞান অনুষদের দুইটি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের একটি করে বিভাগ।
বিজ্ঞান অনুষদ
এ অনুষদে এ বছর ১০টি আসন কমানো হয়েছে। অনুষদটির নয় বিভাগের অধীনে রয়েছে ৬১০টি আসন। এর মধ্যে গণিত- ১০০, পদার্থবিজ্ঞান- ৭০, রসায়ন- ১০০, পরিসংখ্যান- ৮০, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান- ৫০, ফার্মেসি- ৫০, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট- ৬০, ফলিত গণিত- ৭০ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৩০টি আসন রয়েছে। এ বছর ফলিত গণিত বিভাগে ১০টি আসন কমানো হয়েছে।
জীববিজ্ঞান অনুষদ
এই অনুষদের ছয় বিভাগের অধীনে আসন রয়েছে ৩০০টি আসন। এর মধ্যে মনোবিজ্ঞান- ৬০, উদ্ভিদবিজ্ঞান- ৭০, প্রাণিবিদ্যা- ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি- ৩০, চিকিৎসা মনোবিজ্ঞান- ৩০ ও মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি আসন রয়েছে।
কৃষি অনুষদ
এ অনুষদে এ বছর ৪টি আসন বাড়ানো হয়েছে। এ অনুষদের দুই বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৬০টি ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬০টি আসন রয়েছে। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৪টি আসন বাড়ানো হয়েছে।
প্রকৌশল অনুষদ
এ বছর এ অনুষদের পাঁচ বিভাগে রয়েছে ২৫১টি আসন। এর মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল- ৭০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৪৬, ম্যারেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৫০ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৫টি আসন রয়েছে।
ভূ-বিজ্ঞান অনুষদ
এই অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির দুই বিভাগের রয়েছে ১৩০টি আসন। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা- ৭৫ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৬০টি আসন রয়েছে। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে।
ফিশারিজ অনুষদ
এই অনুষদের ফিশারিজ বিভাগের অধীনে রয়েছে ৫০টি আসন।
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ
এই অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে রয়েছে ৫০টি আসন।
এবার সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর হবে। এ বছর পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। সেগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন দেখুন এখানে



