আগামী বছরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপাচার্য পরিষদের সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নাকি পুরো সিলেবাসে হবে সেটিও এই বৈঠকে ঠিক করা হবে।

বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় পরিষদ। ওই সভায় কোন বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষা নিতে চায় সেটি জানাবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সে হিসেবে জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর বৈঠক করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্বের ৫০০ স্টার্টআপের মধ্যে সেরা বুয়েটের অক্সিজেট

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের ট্রেজারার ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা কবে নেয়া হবে সে বিষয়ে উপাচার্য পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এই সভা অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এ বিষয়ে আমার একার পক্ষে বলা সম্ভব নয়। সবার সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ভিসি-ট্রেজারার নেই ৬৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, ৮৫টিতে প্রো-ভিসি

এদিকে আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাসে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি পরীক্ষার জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বৈঠক করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ